দলীয় শৃঙ্খলা ভঙ্গ
কলাপাড়ায় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ান বহিষ্কার

- আপডেটের সময় : ০৯:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৬৬৮
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) জাতীয়তাবাদী শ্রমিক দল পটুয়াখালী জেলা শাখার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সোহেল দেওয়ানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, সোহেল দেওয়ান এর আগে কলাপাড়া পৌরসভার সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড ভোগ করেন। সম্প্রতি ওই একই জায়গায় মুরগি বিক্রির একটি অস্থায়ী দোকান বসানোর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দলের একাধিক সূত্র জানিয়েছে, এসব কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।