নুরকে অবরুদ্ধ ও হামলার প্রতিবাদে
কুয়াকাটায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

- আপডেটের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৫৭৩
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখা, দলীয় নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুর ২টায় গণঅধিকার পরিষদ মহিপুর থানা শাখার উদ্যোগে কুয়াকাটা চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিপুর থানা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোয়াজ্জেম মুসল্লি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. বশির খান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর।
এছাড়াও ডালবুগঞ্জ ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, থানা ছাত্র অধিকার পরিষদ নেতা এস.এম. ইমরান আল-আব্দুল্লাহ, আহম্মেদ জুলহাস ও ইয়াছিন আরাফাত, কুয়াকাটা পৌর ছাত্র অধিকার পরিষদ নেতা জহিরুল ইসলাম জহিরসহ গণ অধিকার পরিষদ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংগঠনিক অধিকার রক্ষায় লড়াই করে যাচ্ছে গণঅধিকার পরিষদ। এই সংগঠনের নেতৃত্বে থাকা নুরুল হক নুরের মতো সংগ্রামী নেতাকে অবরুদ্ধ করে রাখা এবং হামলার ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নুরের অগ্রণী ভূমিকা আজ স্বৈরাচারী শক্তিকে আতঙ্কিত করেছে বলেই জনগণের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিকে দমন করতে বিএনপির একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’
তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।