কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

- আপডেটের সময় : ১২:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৭৫৯
নিজস্ব প্রতিবেদকঃ প্লাস্টিক দূষণকে ‘না’ জানিয়ে পরিবেশবান্ধব সমাজ গঠনের অঙ্গীকারে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালির, যা পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে গিয়ে শেষ হয়। এরপর শুরু হয় সৈকত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক আলোচনা সভা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় চাই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা। কুয়াকাটা পৌরসভা প্রতিষ্ঠার এত বছর পরেও বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে আগামী ২-৩ মাসের মধ্যেই প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন শুরু হবে।’
আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে করে চার হাজার এবং পৌরসভার উদ্যোগে এক হাজার ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ১,০০০ ঝাউ ও অর্জুন গাছের চারা রোপণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে ব্র্যাকের প্রকল্প কর্মকর্তা মো. কামাল হোসেন, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী শিক্ষক এম এ মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।