ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক ও বিশেষায়িত হাসপাতালের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

মাইনুদ্দিন আল আতিক
  • আপডেটের সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ৬৫৬
নিজস্ব প্রতিবেদকঃ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণ এবং চীনের অর্থায়নে কুয়াকাটায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের দক্ষিণাঞ্চলে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা বেড়েছে বহুগুণে। কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু, নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ সড়ক যোগাযোগ বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তাই অতি দ্রুত এই রুটে ৬ লেন সড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’
তারা আরও বলেন, ‘চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে। আমরা চাই, এর একটি হাসপাতাল কুয়াকাটায় স্থাপন করা হোক। দেশের একমাত্র সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন। কিন্তু জরুরি চিকিৎসা সেবা না থাকায় অনেকেই অসুস্থ হলে চরম ভোগান্তিতে পড়েন। ফলে পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকদের চিকিৎসাসেবা নিশ্চিতে এটি খুবই প্রয়োজন।’
সরকার দ্রুত তাদের দাবি বিবেচনা করে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা করেন তারা। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প দুটি বাস্তবায়ন হলে কুয়াকাটা হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী।



নিউজটি শেয়ার করুন








ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক ও বিশেষায়িত হাসপাতালের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

আপডেটের সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণ এবং চীনের অর্থায়নে কুয়াকাটায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের দক্ষিণাঞ্চলে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা বেড়েছে বহুগুণে। কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু, নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ সড়ক যোগাযোগ বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তাই অতি দ্রুত এই রুটে ৬ লেন সড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’
তারা আরও বলেন, ‘চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে। আমরা চাই, এর একটি হাসপাতাল কুয়াকাটায় স্থাপন করা হোক। দেশের একমাত্র সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন। কিন্তু জরুরি চিকিৎসা সেবা না থাকায় অনেকেই অসুস্থ হলে চরম ভোগান্তিতে পড়েন। ফলে পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকদের চিকিৎসাসেবা নিশ্চিতে এটি খুবই প্রয়োজন।’
সরকার দ্রুত তাদের দাবি বিবেচনা করে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা করেন তারা। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প দুটি বাস্তবায়ন হলে কুয়াকাটা হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী।