কুয়াকাটায় পুকুরে ধরা পড়লো ৯ কেজির কোরাল, ৮ হাজারে বিক্রি!

- আপডেটের সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৭০৫
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ৯ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি ৯২০ টাকা কেজি দরে ৮ হাজার ২শ’ ৮০ টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামের বাসিন্দা সাইমুন ইসলাম সাইফুল্লাহর পুকুরে মাছটি ধরা পড়ে। এসময় মাছটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় জমায়।
স্থানীয় বাসিন্দা ইউনুস ঘরামী বলেন, ‘এত বড় কোরাল মাছ সচরাচর দেখা যায় না। তবে এই পুকুরে এর আগেও ১০ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ ধরা পড়েছিলো।’
গৃহবধূ সুমি বেগম বলেন, ‘পুকুরে এত বড় কোরাল দেখে আমি অভিভূত। আমারও পুকুরে কোরাল চাষ করতে ইচ্ছে জাগছে। এ মাছ চাষে খরচ কম, লাভ বেশি।’
পুকুরের মালিক সাইমুন ইসলাম সাইফুল্লাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পুকুরে কোরাল মাছের চাষ করে আসছি। প্রায়ই মাছ ধরে বিক্রি করি। আজকে আরও মাছের সাথে বড় সাইজের এই মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় বাজারে ৯২০ টাকা কেজি দরে ৮২৮০ টাকায় বিক্রি করেছি।’
তিনি আরও বলেন, ‘এর আগেও গত বছরের নভেম্বরে ১০ কেজি ওজনের একটি কোরাল ধরা পড়েছিল। যা ১২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় বিক্রি করেছিলাম।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পর্যাপ্ত খাবার পেলে এ মাছ বছরে গড়ে সাড়ে ৩ কেজি থেকে ৪ কেজি হতে পারে। উপকূলের মৎস্য চাষীরা সঠিক পরিমাণ উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কোরাল চাষ করলে বেশি লাভবান হবেন।’