ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার-২

রাসেল মোল্লা
  • আপডেটের সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৬৫৮

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহাদাত (২২) ও মাহফুজ (২১), যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল হক জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে। গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে আগুনে পুড়ে যায় নুরুজ্জামান কাফির বাড়ি।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান, মধ্যরাতে তার বাড়ির ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। এই ঘটনায় নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকার কারণে পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার-২

আপডেটের সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহাদাত (২২) ও মাহফুজ (২১), যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল হক জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে। গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে আগুনে পুড়ে যায় নুরুজ্জামান কাফির বাড়ি।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান, মধ্যরাতে তার বাড়ির ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। এই ঘটনায় নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকার কারণে পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।