কুয়েটে হামলায় আহত শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

- আপডেটের সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৬০
খুলনা ব্যুরো প্রধানঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সন্ত্রাসী হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। প্রতিনিধি দল আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিরা বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা, সন্ত্রাসের নয়। বারবার শিক্ষার্থীদের ওপর হামলা প্রমাণ করে, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। আমরা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই, অন্যথায় ছাত্রসমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
সংগঠনের নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ সভাপতি মোহাম্মদ বনি আমিন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শাকিল, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক নাঈম হাসান ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস। দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।