পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

- আপডেটের সময় : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৬২০
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আরো কঠোরতার জন্য পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের আহ্বানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শুধুমাত্র জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে সকল আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরাও জেলার অপরাধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ সুপারকে অবহিত করেন। কিভাবে এসব অপরাধকে আরও নিয়ন্ত্রণ ও দমন করা সম্ভব এ নিয়ে পরামর্শ হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন, এইচ এম মোশাররফ হোসেন সুজন, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহরাব হোসেন, স্থানীয় দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, ধান কাটার মৌসুমে বিভিন্ন উপজেলার ভূমি দস্যুদের প্রতিহত করে সমস্যার সমাধান করা হবে। যানজটপূর্ণ স্থান শনাক্ত করে সেসব জায়গায় ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করা হবে। কিশোর-কিশোরীদের পিতা-মাতাকে তাদের সন্তানদের প্রতি আরও খেয়াল রাখার পরামর্শ দেন, যেন তাদের অগোচরে সন্তানরা কোনো অপরাধে পা না বাড়ায়। জেলায় যেকোনো অপরাধ নিয়ন্ত্রণ এবং দমনে পুলিশ সচেষ্ট রয়েছে।