ডেঙ্গু কেড়ে নিলো তিতুমীর কলেজের মাস্টার্স পরীক্ষার্থী রাকিবের জীবন
- আপডেটের সময় : ১১:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ৬৩৭
সতিক প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এইস রাকিব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাকিব সরকারি তিতুমীর কলেজের মাস্টার্স ২০১৭-১৮ সেশনের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে। রাজধানীর খিলগাঁওয়ে থাকে তার পরিবার।
এদিকে রাকিবের বৃহস্পতিবার মাস্টার্স ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না।
নিহত রাকিবের ঘনিষ্ঠ বন্ধু মো. নিশাদ জানান, গতকাল (সোমবার) রাকিবের সঙ্গে কথা হয়। সে জানায় ডেঙ্গু হয়েছে তার। তবে স্বাভাবিকই ছিল। ওইদিন মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র নিয়েও কথা হয় তার সঙ্গে।
আরেক সহপাঠী মেহেদী হাসান বলেন, ‘আমাদের মধ্য থেকে নিমিষেই নিভে গেল প্রাণোচ্ছ্বল একটা প্রাণ। রাকিব খুবই ভ্রমণ পিপাসু ছিল। স্কুল থেকে একসঙ্গে আমরা পড়েছি। পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার আপ্রাণ চেষ্টা করতো। মাঝে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছুদিন চাকরিও করেছে। দুই দিন পর পরীক্ষার হলে হয়তো তার আসনটি ফাঁকাই থাকবে।’
২৫ বছরের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ রাকিবের বাবা-মা। তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগ গভীরভাবে শোকাহত। সহপাঠীদের সামাজিক মাধ্যমে রাকিবের সাদা কালো ছবি ভেসে বেড়াচ্ছে। গ্রামের বাড়িতেই রাকিবের মৃহদেহ দাফন হওয়ার কথা রয়েছে।


























