পঞ্চগড়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে জেলা নার্সারি মালিক সমিতি

- আপডেটের সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ৬২৭
মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জেলা নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে বিনামূল্যে মালটা, কমলা, আম, জাম, কাঠাল, তেঁতুল, লিচু, পেয়ারা, জামরুল, করমচাসহ বিভিন্ন প্রকার ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌৱ আওয়ামীলীগ সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা নার্সারি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
এতে সভাপতিত্ব করেন- মোঃ আমানুল্লাহ, ভাই ভাই নার্সারি ও পঞ্চগড় জেলা নার্সারি মালিক সমিতি পঞ্চগড়।
এসময় আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট বলেন, নিজেদের বাঁচার তাগিদে বেশি করে গাছ লাগাতে হবে। একটি গাছের চারা লাগালে এক সময় তা মূল্যবান সম্পদে পরিণত হয়। সামাজিক বনায়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায়। দারিদ্র বিমোচনসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
কাজি আল তারিক বলেন, গাছ লাগালে নিজে যেমন লাভবান হওয়া যায় ঠিক তেমনি দেশেরও লাভ হয়।য়তিনি সবাইকে কমপক্ষে একটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানান।
এস এম হুমায়ুন কবির উজ্জ্বল বলেন, প্রত্যেককে অন্তত একটি করে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অন্যান্য বক্তারা তেতুল গাছ, তালগাছসহ দেশীয় গাছ রোপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যেসব গাছ পরিবেশ বান্ধব ও উপকারী সেসব গাছের চারা উৎপাদনের নার্সারী মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।