কুয়াকাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেটের সময় : ০৯:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৬৭১
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর যুবদলের আয়োজনে গরিব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও ব্লাড গ্রুপিং করা হয়।
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশ্রাফ সিকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুঃস্থ ও গরিব-দুঃখি মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছি। যুবদল সবসময় মানুষের পাশে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।’
বক্তারা আরো বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। নেতা-কর্মীদের মামলা-হামলা দিয়ে নির্যাতন করেছে। এরপরও আমরা থেমে থাকিনি। বিএনপি সাম্যের দল। সকল নৈরাজ্যরোধে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’
আলোচনা সভা শেষে প্রায় দুই শতাধিক গরিব-দুঃখি নারী-পুরুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।























