আটোয়ারীতে ডেকোরেটের মালিক সমবায় সমিতির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ৬৫৩
মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ডেকোরেটর মালিক সমবায় সমিতির বার্ষিক পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ (মঙ্গলবার ৩১ আগস্ট) সকাল থেকে আটোয়ারী উপজেলার মাহী পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল খালেক। আরো উপস্থিত ছিলেন ডেকোরেটর মালিক সমবায় সমিতির সভাপতি আবু হোসেন সাঈদ, মোঃ জামাল হোসেন সহ-সভাপতি কল্যাণ চন্দ্র সত্য, মোঃ সইনুল রহমান আকাশ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আব্দুল গফুর, মোঃ সালাম, মোঃ তারেক, আবু খায়ের।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের ডেকোরেটর মালিক সদস্যগণ।
উক্ত আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আটোয়ারী ডেকোরেটর মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ চন্দ্র সত্য।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসা বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে সরকারের কোনো আর্থিক সহযোগিতা পাইনি। এ ব্যাপারে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি স্মরণীয় জমা প্রদান করা হয়েছিল। কিন্ত সেখান থেকে আমরা কোন অনুদান পাইনি।
আলোচনা শেষে বনভোজন ও লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আটোয়ারী উপজেলা ডেকোরেটর মালিক সমবায় সমিতির অন্যান্য সদস্যসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।