শাকিল মাহমুদ শাহিন-এর কবিতা ‘প্রিয়তমার মুখের হাসি’

নিউজ রুম
- আপডেটের সময় : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ৬৪৪
প্রিয়তমার মুখের হাসি
শাকিল মাহমুদ শাহিন
প্রিয়তমা হাসে যখন
দেখতে লাগে বেশ
সুন্দর করে বাঁধে আরো
চুলের খোঁপায় কেশ।
প্রিয়তমার আছে সুন্দর
হরিণী দু চোখ
আঁকিয়েছে মেহেদী দিয়ে
হাতের সব নখ।
প্রিয়ার গুনের কথা বলে
শেষ হবেনা আর
আমি যখন দূরে থাকি
মনে পড়ে বারবার।
স্বপ্নের মাঝে দেখি যখন
প্রিয়ার সুন্দর মুখ
কাছে পেলে তোমায় আমি
পেতাম স্বগের সুখ।
রমনী দেখেছি বহু আমি
পাইনি প্রিয়ার রূপ
আমার দেখতে প্রিয়াকে আজ
ইচ্ছে করছে খুব।
হাজার নারীর মাঝেও তোমায়
খোঁজে আমি পাই
সামনে তুমি দাড়াও যখন সবি
আমি ভুলে যাই।