কলাপাড়ায় আ’লীগের বিশেষ বর্ধিত সভা

- আপডেটের সময় : ১২:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৬৪৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা মার্কার সমর্থনে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পৌরশহরের শহীদ শেখ কামাল অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান।
বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহিববুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।