মুক্তি পেতে যাচ্ছে ‘ম্যাট্রিক্স ফোর’

নিউজ রুম
- আপডেটের সময় : ০৫:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ৬১৩
বিনোদন ডেস্কঃ হলিউডের জনপ্রিয় ফ্রেঞ্জাইজির মধ্যে অন্যমত একটি ‘মেট্রিক্স’। এই সিনেমাটির মধ্যে দিয়ে হলিউডে অ্যাকশন ঘরানায় আসে নতুনত্ব। মেট্রিক্স ভক্তদের জন্য সুখবর হলো চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে এই ফ্রেঞ্জাইজির ৪র্থ পর্ব। সেই রেশ ধরে সম্প্রতি প্রকাশ পেলো ‘ম্যাট্রিক্স ফোর’ এর অফিশিয়াল নাম।
ওয়ার্নার ব্রাদার্সের সিনেমাকন প্রেজেন্টেশনে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘ম্যাট্রিক্স ফোর’এর অফিশিয়াল নাম। প্রকাশ করা হয়েছে ট্রেলার। কল্পবিজ্ঞানধর্মী ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ পর্বের নাম রাখা হয়েছে ‘ম্যাট্রিক্স: রিসারেকশন্স।’
প্রকাশিত ট্রেলারটির শুরুতে দেখা গেছে কিয়ানু রিভসের সঙ্গে কথা বলছেন থেরাপিস্ট নেইল প্যাট্রিক হ্যারিস। ট্রেলারটি সিনেমাকনের বিশেষাধিকারীদের জন্য উন্মুক্ত ছিল। আগের তিন পর্বের মতো এই সিনেমাও কালো পোশাক ও কালো চশমায় সুপারহিরো হিসেবে দেখা গেছে তাকে। এবারের গল্পেও নিও আবিষ্কার করে মানবতা ও কৃত্রিম বাস্তবতার ফাঁদে আটকে পড়েছে।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’-এ নিও চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ দারুণ জনপ্রিয়তা পায়। আগের তিন পর্বের মতো এবারও পরিচালক লানা ওয়াচোস্কি ও অভিনেত্রী ক্যারি-আন মোসের সঙ্গে থাকবেন কিয়ানু। সিনেমাটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর।