দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
পটুয়াখালী-৪ ॥ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী

- আপডেটের সময় : ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৬৩৬
কলাপাড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী – ৪ আসনের জন্য নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন ফরম জনা দিলেন সাবেক প্রতিমন্ত্রী, ৩ বারের সাংসদ ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।
আজ ৩০ নভেম্বর বুধবার দুপুরে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম এস রাকিবুল আহসান। এসময় লতাচাপলি ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুর রহমান সুজন মোল্লা, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সহ আরো নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। বিষয়টি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।
মনোনয়ন ফরম ক্রয় ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম এস রাকিবুল আহসান বলেন,মূলত সাবেক প্রতিমন্ত্রী ও তিন তিন বারের সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার এলাকার মানুষের কাছে অনেক গ্রহনযোগ্য একজন জননেতা। তিনি স্থানীয় নেতৃবৃন্দদের অনুরোধ উপেক্ষা না করতে পেরে আমাকে নমিনেশন ফরম জমা করতে বলছেন।
এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন ফরম জমা দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি দৈনিক আজকাল কে বলেন, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবয়ন করার লক্ষে এবং এই আসনের সর্বস্তরের জনগণ আমাকে ভালবাসেন এবং আমি যেন নমিনেশন ফরম ক্রয় করি তাই তাদের অনুরোধ ফেলতে পারছিনা। তাদের প্রাণের দাবী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিঃ জেঃ অবঃ হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল ইসলামের ছেলে আবদুল্লাহ আল ইসলাম লিটন, ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু কলাপাড়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।