কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন

- আপডেটের সময় : ০৪:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৬৩২
কুয়াকাটা সংবাদদাতাঃ পটুয়াখালীর কুয়াকাটায় টেলিভিশন সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাম্পাসে এ অফিস উদ্বোধন করা হয়।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম খান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, কুয়াকাটা হোটেল সারোয়ার প্যারাডাইসের মালিক সারোয়ার আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরাম সম্পাদক ও গাজী টিভির কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম, বিজয় টিভির কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আরটিভির কুয়াকাটা প্রতিনিধি কাজী সাঈদ।