কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মহিপুর প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়

- আপডেটের সময় : ০৭:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ৬৭৭
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে মহিপুর প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় মানবিক কাজে বিশেষ অবদানের জন্য তাঁকে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বর্তমান সময়ে গণমাধ্যম ছাড়া আমরা কিছুই চিন্তা করতে পারিনা। সংবাদকর্মীরা সমাজের অসঙ্গতি দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে।’ এসময় তিনি মহিপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মনিরুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যতম সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মী মাইনুদ্দিন আল আতিকের লেখা কাব্যগ্রন্থ ‘সায়াহ্নের কপালে লাল টিপ’ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।