শাহরিয়ার মাহমুদ ছামিরের সময়োপযোগী কবিতা ‘মুক্ত হবে ফিলিস্তিন’

- আপডেটের সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৬৩৯
মুক্ত হবে ফিলিস্তিন
শাহরিয়ার মাহমুদ ছামির
আমি রোজ বাতাসে ফুলের বদলে
নিচ্ছি রক্তের ঘ্রাণ,
বুলেটের আওয়াজ রোজ বাজছে কানে
হয়ে বেসুরা গান।
রোজ ঘুম ভাঙ্গে নাতো আর পাখির
মিষ্টি কোলাহলে,
ঘুম ভাঙ্গে রোজ নিরিহ মানুষের
চিৎকার আর বিভৎস মৃত্যুর মিছিলে।
এখন রোজ পান করি না তো
আর সুপেয় পানি,
পানির বদলে পাচ্ছি এখন
রক্তের নদীখানি।
এখন পায়না তো খেতে আগের মতো
প্রিয় হালাল খাবার,
এখন পেটভরে আমাদের রোজ
খেয়ে বারুদ ওই ধ্বংসাত্মক বোমার।
আমার চোখে নেই তো এখন
আগের মতো ঘুম,
চারিদিকে পড়েছে এখন
শহীদ হওয়ার ধুম।
চোখের সামনে শহীদ হলো
মা-বাবা ভাই-বোন,
প্রিয়তমা স্ত্রীকেও দিয়েছি
নিজ হাতে দাফন।
যে হাতে ছিল একদিন কুরআন
সে হাতে আজ গ্রেনেড,
বাধ্য হয়েই যুদ্ধে নেমেছি
রুখতে তাদের বুলেট।
চোখের বদলে চোখ নেবো এবার
হাতের বদলে হাত,
প্রাণের বদলে প্রাণ নেবো
আঘাতের বদলে আঘাত।
আমাদের এই ফুলের বাগান যারা
করে দিয়েছে ধ্বংস,
সময় এসেছে এবার তাদের
করে দেবো নির্বংশ।
নিজের মাতৃভূমির জন্য লড়ব
প্রতিষ্ঠা করবো দ্বীন,
এই ভূমিতে আবার ফুটবে ফুল
মুক্ত হবে ফিলিস্তিন।