ধ্রুববাণী পত্রিকার প্রকাশকের জন্মদিন আজ

- আপডেটের সময় : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ৬৭৮
স্টাফ রিপোর্টারঃ পাঠক প্রিয় গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক তরুণ কবি ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার-এর শুভ জন্মদিন আজ।
তিনি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ও সৌন্দর্য্যে ঘেরা ঝাউবন নিকটবর্তী মহিপুর থানাধীন নিজশিববাড়ীয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮২ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন।
পিতা আব্দুর রাজ্জাক হাওলাদার ও মাতা মরহুমা রিজিয়া বেগমের ছয় সন্তানের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। তাঁর বড়ভাই বেঁচে নেই। বর্তমানে চার বোনের একমাত্র আদরের ভাই তিনি।
মোঃ বেল্লাল হাওলাদার উদীয়মান সংস্কৃতিমনা সৃজনশীল একজন কবি এবং সাহিত্যাঙ্গনের নিবেদিত প্রাণ। তিনি ২০০৩ সালে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। প্রথমে নিজ ব্যবসায়ী কাজে মনোযোগী হন। দেশের বেশ কয়েটি বড় ফুড প্রোডাক্টস কোম্পানির বিশেষ করে প্রাণ ফুডস লিমিটেড, বিডি ফুডস লিমিটেড এবং বরিশালের বিখ্যাত উৎসব সেমাই-এর কলাপাড়া উপজেলার আংশিক এরিয়া ডিস্ট্রিবিউশন করেন তিনি। দীর্ঘ কয়েক বছর ব্যবসায় করে সাফল্য না পেয়ে ঢাকায় আসেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। বর্তমানে তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন এবং গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশকের দায়িত্ব পালন করছেন।
তিনি শৈশবকাল থেকেই টুকিটাকি লেখালেখি করেন এবং বর্তমানে সাহিত্যাঙ্গনে বিশেষ অবদান ও মানবতার সেবায় কাজ করায় বেশ কয়েকটি সম্মাননায় ভূষিত হয়েছেন।
বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্য গ্রুপ ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক তিনি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি সংগঠনের মাধ্যমে সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করেন। সেখান থেকে কিছু পাবার আশা করেন না। পজেটিভ মনোভাব নিয়ে সবসময় সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণ করে মানুষকে এগিয়ে-যাওয়ার অনুপ্রেরণা সৃষ্টি করে সফল হতে সাহায্য করেন তিনি। এরই ধারাবাহিকতায় করোনাকালীন সময়ে তার নিজ সংগঠন ও পত্রিকার উদ্যোগে বিভিন্ন অসহায় ও দুঃস্থদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি সফলতার সাথে বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থের সম্পাদনাও করেছেন। এছাড়া আসছে ২০২২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিতব্য তাঁর একক কাব্যগ্রন্থ ‘আবেগ ভরা হৃদয়’। তাছাড়া তাঁর সম্পাদনায় বেশ কয়েকটি বই এখন প্রকাশের পথে।
তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন সু-গৃহিণী। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ধ্রুববাণী পরিবারের পক্ষ থেকে এই গুণী কবি ও সংগঠকের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি- জন্মদিনের মতোই সুন্দর ও সুখময়, সমৃদ্ধশালী হোক তাঁর জীবনের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত, অনাবিল হাসি ও আনন্দ ঘিরে থাকুক জীবনের সবটুকু সময়।
আশা করছি, সততা ও নিষ্ঠার সাথে তাঁর কৃতিত্ব-দক্ষতার সাথে সবার সমন্বয়ে দায়িত্ব পালন করে সফলতার সাথে এগিয়ে যাবেন এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের সর্বোচ্চ হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিবেন।
পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক এবং জীবনে আরো উন্নতি, সৌভাগ্য ও ঐশ্বর্য আসুক। তাঁর সু-স্বাস্থ্য ও সফলতার উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভ কামনা রইলো। আগামীর অগ্রযাত্রা ও সফলতার প্রত্যাশায় শুভ জন্মদিন।