ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবি: শাহীন শাহ- এর কবিতা “চিঠি “

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৫৮

চিঠি 
শাহীন শাহ

কেমন আছো প্রিয় তুমি?
লিখো একটা চিঠি,
পেয়ে চিঠি একা একা-
হাসবো মিঠি মিঠি।।

দিনের শেষে মাস যে গেলো,
চিঠির আশায় সখী।
অশ্রু জলে ভাসলো নয়ন,
হলাম নিত্য দুখী।।

লাল নীল হলুদ হরেক খামে,
লিখতে যদি খবর।
দিতে ছুটি দুঃখ আমার,
করতাম না আর সবর।।

আশায় তবু বাঁচি আমি,
আসবে রঙিন খামটা।
অনেক দিনের স্বপ্ন তুমি
দিবে তাহার দামটা।

চিঠি এলো সখীর নামে,
লেখা অনেক কথা।
প্রিয় তুমি ভালো থেকো,
সয়ে নিও ব্যাথা।।

পরপারে হবে দেখা,
ক্ষমা করো ভুলটা।
কবর পাশে গেলে কভু,
দিও তুমি ফুলটা।।

রচিত সময়ঃ০২-০৯-২০২৩
@শাহীন শাহ
ময়মনসিংহ,বাংলাদেশ।



নিউজটি শেয়ার করুন








কবি: শাহীন শাহ- এর কবিতা “চিঠি “

আপডেটের সময় : ০৬:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

চিঠি 
শাহীন শাহ

কেমন আছো প্রিয় তুমি?
লিখো একটা চিঠি,
পেয়ে চিঠি একা একা-
হাসবো মিঠি মিঠি।।

দিনের শেষে মাস যে গেলো,
চিঠির আশায় সখী।
অশ্রু জলে ভাসলো নয়ন,
হলাম নিত্য দুখী।।

লাল নীল হলুদ হরেক খামে,
লিখতে যদি খবর।
দিতে ছুটি দুঃখ আমার,
করতাম না আর সবর।।

আশায় তবু বাঁচি আমি,
আসবে রঙিন খামটা।
অনেক দিনের স্বপ্ন তুমি
দিবে তাহার দামটা।

চিঠি এলো সখীর নামে,
লেখা অনেক কথা।
প্রিয় তুমি ভালো থেকো,
সয়ে নিও ব্যাথা।।

পরপারে হবে দেখা,
ক্ষমা করো ভুলটা।
কবর পাশে গেলে কভু,
দিও তুমি ফুলটা।।

রচিত সময়ঃ০২-০৯-২০২৩
@শাহীন শাহ
ময়মনসিংহ,বাংলাদেশ।