দুরারোগ্য রোগে আক্রান্ত মনিরুলের পাশে মানবিক সমাজ সেবা সংগঠন, সবাইকে এগিয়ে আসার আহ্বান

- আপডেটের সময় : ০২:৪৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ৬০৮
বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা মৃত্যু জালাল হাওলাদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৫)। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু ২০০৭ সালের সিডরের বন্যার সময় পায়ের আঙুলে প্রচন্ড ব্যাথা অনুভূত হয়। পরবর্তীতে আঙুল ফুলতে ফুলতে পঁচন শুরু হয়। এভাবে ধীরে ধীরে পায়ের অধিকাংশ আঙুল পঁচে যায়। নানান জায়গায় চিকিৎসা করাতে গিয়ে তার নিজের জমিজমাসহ সবকিছু হারিয়ে এখন পথে বসেছেন। সংসার চলে মানুষের কাছে হাত পেতে। গ্রামের সহজ সরল একজন মানুষ, ভালো ডাক্তার না দেখিয়ে এখানে সেখানে অল্প অল্প করে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন।
এমন মূহূর্তে এই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছে মহিপুরের মানবিক সমাজ সেবা সংগঠন। গত ২০ আগস্ট সংগঠনটির একটি টিম তার বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সংগঠনটি করোনাকালীন সময় থেকে তাদের কার্যক্রম শুরু করলেও ২০২১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এ যাবত তারা কলাপাড়া উপজেলার বিভিন্নপ্রান্তে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করাসহ অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে আসছে। করোনাকালীন সময়েও খাবার সামগ্রী বিতরণসহ নানান সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও তারা অসহায় হতদরিদ্র পরিবারকে বিভিন্ন সময় আর্থিক সহায়তা দিয়ে আসছে।
সংগঠনের সভাপতি উদ্ভাবক মাহবুবুর রহমান শাওন ও সাবেক সভাপতি রিপন সাব্বিরের সাথে কথা বলে জানা যায়, মনিরুল ইসলামের এখন প্রয়োজন উন্নত চিকিৎসা। এজন্য তিন লক্ষাধিক টাকার প্রয়োজন। তারা দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন, যাতে অসহায় মনিরুল উন্নত চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন-
নামঃ মোঃ মনিরুল ইসলাম
পিতাঃ মৃত্যু জালাল হাওলাদার
মোবাঃ ০১৭৬৮৬৪৩০৬৫ (বিকাশ)
গ্রামঃ চরপাড়া
ইউনিয়নঃ ৪নং মিঠাগঞ্জ ইউনিয়ন
উপজেলাঃ কলাপাড়া
জেলাঃ পটুয়াখালী
মানবিক সমাজ সেবা সংগঠনঃ ০১৭৫৬১২৫৯৫৯