আটোয়ারীতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

- আপডেটের সময় : ১১:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ৮৪২
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইয়াছিন জাহিদ চৌধুরী (৪৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় আটোয়ারীর ফকিরগঞ্জ বাজার সংলগ্ন ছোটদাপ এলাকা থেকে থানা পুলিশ ও সিআইডির একটি টিম ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
নিহত ইয়াছিন জাহিদ চৌধুরির বাড়ি দিনাজপুরের হাকীমপুর উপজেলায়। তিনি রুস্তম আলী চৌধুরীর পুত্র।
জানা যায়, আটোয়ারীর জাহের আলীর বাসায় গত বছরের ৩ জুলাই এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এক সময় ওই ব্যক্তি ঢাকায় চাকরি করতেন এবং তিনি চাকরি ছেড়ে দিয়ে পরিবার ছাড়া একাই আটোয়ারীতে বসবাস করছিলেন। তার দুই ভাই বিদেশে থাকেন, তাদের পাঠানো টাকা দিয়েই চলতেন তিনি। রোববার ইয়াছিনের কক্ষ হতে পঁচা দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়লে তা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন দ্রুত সিআইডির ক্রাইম স্কিন দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান বলেন, মৃত ব্যক্তি গত তিন চারদিন আগে মারা গেছে ধারণা করা হচ্ছে। তিনি কি কারণে মারা গেলেন ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।