ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ৬০৩
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জগন্নাথ আখড়া মন্দীরে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকেল ৪ টায় কলাপাড়া পৌরশহরের শ্রী শ্রী জগন্নাথ আখড়া মন্দীর কমিটির আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে রথযাত্রার মুল আনুষ্ঠানিকতা শুরুহয়। এরপর জগন্নাথ মন্দীর থেকে জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথটেনে চিংগরিয়া রাধাগোবিন্দ মন্দীরে নিয়ে যাওয়া হয়। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী কয়েকশত ভক্তবৃন্দ অংশ নিয়েছে।এসময় বাদ্যের তালে তালে ভক্তরা জয় জগন্নাথ,জয় জগন্নাথ ধ্বনিতে রথখানা ধীরে- ধীরে এগিয়ে নিয়ে যায়। ৯ দিন পর আগামী ২৮ জুন বুধবার ১২টায় উল্টোরথের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তবে রথ যাত্রাকে ঘিরে আজ থেকে ৯ দিন ব্যাপী জগন্নাথ মন্দীরে শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করাহয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭: ৩০ মি: থেকে পাঠ শুরুহবে। এছড়াও রথযাত্রা উপলক্ষে মন্দীর আঙ্গিনায় মেলাবসেছে। মেলায় নানা ধরনের দোকানপাট খুলে বসেছে দোকানীরা। তাই ভাগবতপাঠ ও মেলায় সকলকে আসার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জগন্নাথ আখড়া মন্দীরে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকেল ৪ টায় কলাপাড়া পৌরশহরের শ্রী শ্রী জগন্নাথ আখড়া মন্দীর কমিটির আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে রথযাত্রার মুল আনুষ্ঠানিকতা শুরুহয়। এরপর জগন্নাথ মন্দীর থেকে জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথটেনে চিংগরিয়া রাধাগোবিন্দ মন্দীরে নিয়ে যাওয়া হয়। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী কয়েকশত ভক্তবৃন্দ অংশ নিয়েছে।এসময় বাদ্যের তালে তালে ভক্তরা জয় জগন্নাথ,জয় জগন্নাথ ধ্বনিতে রথখানা ধীরে- ধীরে এগিয়ে নিয়ে যায়। ৯ দিন পর আগামী ২৮ জুন বুধবার ১২টায় উল্টোরথের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তবে রথ যাত্রাকে ঘিরে আজ থেকে ৯ দিন ব্যাপী জগন্নাথ মন্দীরে শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করাহয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭: ৩০ মি: থেকে পাঠ শুরুহবে। এছড়াও রথযাত্রা উপলক্ষে মন্দীর আঙ্গিনায় মেলাবসেছে। মেলায় নানা ধরনের দোকানপাট খুলে বসেছে দোকানীরা। তাই ভাগবতপাঠ ও মেলায় সকলকে আসার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।