ধ্রুববাণী’র বার্তা সম্পাদক সোহেল মাহমুদ-এর জন্মদিন আজ

- আপডেটের সময় : ০৪:১৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ৬৩৯
ডেস্ক রিপোর্টঃ দেশের অন্যতম গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র বার্তা সম্পাদক সোহেল মাহমুদ-এর ২৫তম জন্মদিন আজ।
তিনি ১৯৯৮ সালের ৩রা মে আজকের এই দিনে পটুয়াখালী জেলাধীন মহিপুর থানার কুয়াকাটা পৌর শহরে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্যবসায়ী। তিন ভাই-বোনের মধ্যে সোহেল মাহমুদ দ্বিতীয়। ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করেছেন তিনি।
সোহেল মাহমুদ একাধারে সাংবাদিক ও তরুণ লেখক। জনপ্রিয় গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র বার্তা সম্পাদক। সেই সাথে দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ছাত্র সংগঠন ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, কুয়াকাটা পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গত ৯/২/২০২২ তারিখ মহিপুর থানা ছাত্র হিযবুল্লাহ’র সভাপতি নির্বাচিত হন, ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত একমাত্র অনলাইন ভিত্তিক প্রচার মাধ্যম ছারছীনা মিডিয়া ফোরাম-এর কার্যসম্পাদকের দায়িত্ব পালন করেন এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাবের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং জন্মভূমি কুয়াকাটা, বিডি ক্লিন কুয়াকাটা’র সক্রিয় মেম্বার।
সোহেল মাহমুদ বলেন, আমার কাজের অনুপ্রেরণা আমি কিছু মানুষকে অনুসরণ করে পেয়ে থাকি। যে মানুষগুলো সব সময় আমার ভালোবাসর কুটিরে থাকে। তারা হলেন- মেজবাহ উদ্দিন মান্নু (কলাপাড়া প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ), রুমান ইমতিয়াজ তুষার (সম্পাদক কুয়াকাটা বার্তা ও কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি বাংলাদেশ বেতার) এবং তরুণ লেখক মাইনুদ্দিন আল আতিক (সম্পাদক-ধ্রুববাণী)।
ধ্রুববাণী’র সম্পাদক তরুণ লেখক মাইনুদ্দিন আল আতিক বলেন, প্রিয় সোহেল মাহমুদ-এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ধ্রুববাণী এগিয়ে চলছে দূরর গতিতে। তিনি আরো বলেন, তার মতো একজন সৎ, আদর্শবান ও কাজের প্রতি শ্রদ্ধাশীল সাংবাদিক আর দেখিনি। সূচনালগ্ন থেকেই তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। দোয়া করি বিশেষ এই দিনটিসহ তার জীবনের প্রতিটা দিন ও প্রতিটামুহূর্ত হোক আনন্দময়।
“দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে
হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।”
ধ্রুববাণী’র প্রকাশক, লেখক ও কবি মোঃ বেল্লাল হাওলাদার বলেন, সোহেল মাহমুদ নিঃসন্দেহে একজন অসাধারণ ও ভালো মনের মানুষ। তার জন্য সবসময় দোয়া, ভালোবাসা এবং শুভ কামনা রইলো। তার লেখনী দিয়ে আমাদের সকলের স্বপ্ন ধ্রুববাণী পত্রিকা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক এমনটিই চাইবো। সন্তানকে যেমন- একজন পিতা আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে আগলে রেখে বড় করে, ঠিক অনুরূপভাবে এই গণমাধ্যমের প্রতি তার ভালোবাসা আমাদের সকল সাংবাদিকদের জন্য উদাহরণ স্বরূপ হয়ে থাকবে। এছাড়াও তিনি সাংবাদিকতার পাশাপাশি সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এই ধরনের সমাজ সেবামূলক কাজ করার জন্য আমরা তাকে নিয়ে গর্ব করি।
এছাড়াও ধ্রুববাণী’র বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ বলেন, সোহেল মাহমুদ-এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। জীবনের প্রতিটা ক্ষেত্রে তার সফলতা কামনা করছি। সদা হাস্যোজ্জ্বল এই ভাইয়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইলো। ভালো থাকুক সবসময়।