সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী গরুর দৌড়

নিউজ রুম
- আপডেটের সময় : ১২:২৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ৬৩০
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে শত বছরের ঐতিহ্য গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী কালিকাপুর মৌলবি বাজার এলাকায় আকর্ষণীয় এই প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী।
প্রতিযোগিতায় সরিষাবাড়ি উপজেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা আকারের ও বাহারি রঙের অর্ধশতাধিক গরু নিয়ে আসেন শৌখিন প্রতিযোগীরা। এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো নারী-পুরুষ।
প্রতিযোগিতায় প্রথম হয় ডোয়াইল ইউনিয়নের সুরুজ আলীর গরু। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ ঈদ মেলা। হিন্দু, মুসলিম সববয়সী নারী-পুরুষের মিলনমেলায় রূপ নেয় এ প্রতিয়োগিতা।
আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনে সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, সহ-সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন সবুজ প্রমুখ।
গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন শত বছর ধরে অব্যাহত থাকুক এমনটিই প্রত্যাশা সবার।