পটুয়াখালীতে ২৫ গ্রামে আগাম ঈদ উদযাপন

- আপডেটের সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ৬০১
এইচ এম মোশারেফ সুজনঃ বিশিষ্ট ঠিকাদার নাজমুল শাহাদাৎ এর আয়োজনে বদরপুর দরবার শরীফে মুসলিম ধর্মের ছোট বড় সকলকে নিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। শনিবার সকাল ৯ টার সময় দরবার শরীফ মসজিদে ঈদের নামাজ আদায় করান খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম (আব্দুল গনি)।
মুসলমান জাতির সবচেয়ে খুশির উৎসব পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে আসে পবিত্র মাহে রমজান ৩০ টি রোজা রেখে এই ঈদ আনন্দে সম্মিলিত হন গরীব, ধনীর সকলে। ভেদাভেদ ভুলে সবাই ঈদের নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদের কুশল বিনিময় করেন। তবে সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের একদিন আগে ঈদ উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় ৯৫ বছরের কাছাকাছি সময় ধরে পটুয়াখালীর বদরপুর সহ জেলার ২৫ টি গ্রাম ও চাঁদপুরে ৪০ গ্রাম সহ বিভিন্ন জায়গায় ঈদ উৎসব পালন করা হয়। এবছরেও তার ব্যাতিক্রম ঘটেনি।
এ বিষয়ে মাওলানা রুহুল আমিন চিশতী বলেন, পৃথিবীর যে কোন রাষ্ট্রে যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তবে ওয়াজিব মাশালা অনুযায়ী বিশ্বের যে কোন স্থান হতে ঈদ পালন করা যাবে আজ সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে সে অনুযায়ী আমরাও ঈদ পালন করি। প্রায় ১০০ বছর ধরে এ উৎসব পালন করে আসছেন বলে জানান।