মহিপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

- আপডেটের সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ৬৬৪
নিজস্ব প্রতিবেদক, মহিপুরঃ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মহিপুর নুরানী ও হাফিজি মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী, প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সাকলাইন পারভেজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান)।
প্রধান অতিথির বক্তব্যে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, ‘সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের কাজ। আমি আশা করি মহিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ সবসময় সত্য সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবেন।’
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার-এর সঞ্চালনায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বি, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক বশির উল্লাহ, সাংবাদিক ওহাব হাওলাদার, মনির হাওলাদার, মহিবুল্লাহ পাটোয়ারী, হাফিজুর রহমান আকাশ, ইমাম হোসেন হিমেল, আল-আমিন অনিক, হাসান হাওলাদার, আরিফ, তরুণ সমাজ সেবক ফারুক হাওলাদার ও ব্যবসায়ী কামাল হোসেন প্রমুখ।
ইফতারের পূর্বে মহিপুর প্রেসক্লাবের সাংগঠনিক আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুবকর সিদ্দিক।