ভৈরবে শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

- আপডেটের সময় : ০১:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ৭১৭
মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত ১৫ আগষ্ট রাত ৭ ঘটিকার সময় ভৈরব বাজারস্থ ব্যাবসায়ী সংগঠন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হুমায়ুন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ অহিদ মিয়া, রোটারিয়ান আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আসিফ উদ-দৌলাহ্ আবু, চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুর হক জাবেদ, চেম্বারের পরিচালক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, সৈকত আহমেদ জেমস, তুহিন মোল্লা, হাজি মোঃ হোসেন আলী, নিজাম উদ্দিন সরকার, হাজী আলাল উদ্দিন, নিজাম মাহমুদ জুয়েল, আঃ রশিদ, আলহাজ্ব মোঃ সুজন মিয়া প্রমুখ। পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।