রামগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে ন্যাক্কারজনক হামলা ও গ্রেফতারের নিন্দা

নিউজ রুম
- আপডেটের সময় : ০৯:৫৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ৬৬২
রামগঞ্জ প্রতিনিধি:
গতকাল (৮ এপ্রিল) কেন্দ্র ঘোষিত গ্যাস-বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রামগঞ্জ উপজেলা বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে আওয়ামীলীগের বর্বরচিত হামলা ও অহেতুক হয়রানি, গায়বি মামলা ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
শান্ত রামগঞ্জ উপজেলা কে অশান্ত বানানোর পায়তারা থেকে সরে আসার জন্য রামগঞ্জ থানা আওয়ামীলীগকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। অন্যথায় যে কোন অপ্রিতিকর ঘটনায় দায় দায়িত্ব উনাদের নিতে হবে।
এর সাথে রামগঞ্জ উপজেলা প্রশাসন কে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি গুলো পালনে সহোযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান নাজিম উদ্দিন আহমেদ।