বারবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা প্রমাণ করে : লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন

- আপডেটের সময় : ০৫:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৬৩৬
লক্ষ্মীপুর প্রতিনিধি: বৃহস্পতিবার বাদ যোহর লক্ষ্মীপুর তালীমুল উম্মাহ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন সাহেবের সঞ্চালনায় সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা সভাপতি বলেন মাহে রমজানের এই সময়ে দেশে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, সরকার দেশের মানুষের সাথে দ্বিমুখী আচরন ও ভা*র*তীয়দেরকে খুশি করতে মরিয়া হয়ে আছে। এমতাবস্থায় এই দেশকে সঙ্কটময় থেকে তুলে আনতে এবং আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সংগঠনের দায়িত্বশীলদেরকে দক্ষ ও খোদাভীরু নেতৃত্ব তৈরি করার আহ্বান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওঃ আঃ রহিম, বাংলাদেশ মুজাহিদ কমিটি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ জহির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওঃ আ হ ম নোমান সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওঃ লোকমান হোসাইন,সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডাঃ নাছির আহমেদ, ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওঃ মোখলেছুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাঃ হাবিবুর রহমান সহ প্রমুখ।