এপ্রিলের ২৭ তারিখ কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

- আপডেটের সময় : ০৬:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ৬৮১
বিশেষ সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের বাতিঘর ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ২৭ এপ্রিল নির্ধারিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে এতদঅঞ্চলের মানুষের মধ্যে এক আনন্দঘণ পরিবেশ বিরাজ করছে। বর্তমানে অধ্যায়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। আগামী ২৭ এপ্রিল ২০২৩ ইংরেজি, বৃহস্পতিবার উক্ত বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের চূড়ান্ত ক্ষণ নির্ধারিত হয়। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এম,পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সংগীত শিল্পীগণ উপস্থিতি থাকবেন বলে জানিয়েছেন উক্ত অনুষ্ঠানের সাংস্কৃতিক উপকমিটির উপদেষ্টা ইন্সপেক্টর মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানটি সার্থক করতে একটি মানসম্মত স্মরণিকা প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, স্মরণিকা উপকমিটির আহ্বায়ক শ্রী নারায়ণ চন্দ্র সাহা। শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মো: মহসীন বলেন, ‘আমরা আশাবাদী সকলের সহযোগিতায় একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।’ তিনি ৫ এপ্রিলের মধ্যে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র ছাত্রীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯১৮ সালের ৫ জানুয়ারি কাইতলার মূল জমিদার বিশ্বনাথ রায় চৌধুরীর পুত্র ঈশানচন্দ্র রায় চৌধুরীর নাতি প্রফুল্লচন্দ্র রায় চৌধুরী (পালক পুত্র) পিতা যজ্ঞেশ্বর রায় চৌধুরীর স্মৃতিকে চির স্মরণীয় করে রাখতে ও এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মানসে একটি ইংলিশ মাইনর স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলের পূর্ণাঙ্গ রূপই আজকের কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়।