রামগতির চর রমিজ ইউপি চেয়ারম্যানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
- আপডেটের সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ৬৬০
এইচ.এম.আল-আমিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৭নং চররমিজ ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়।
উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ই) আগস্ট সকাল ১০ টায় রামগতি উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর রুহের আত্মার মাগফিরাতে দোয়া করা হয়।
এসময় মুজাহিদুল ইসলাম দিদার তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় সবাই মিলে দোয়া করতে হবে। বঙ্গবন্ধু ছিলেন আমাদের জন্য একজন মুক্তিকামী দূত। বঙ্গবন্ধুর বলিষ্ঠ কন্ঠের আহবানে লাখো লাখো বাঙ্গালী ঝাঁপিয়ে পড়ে বাংলাকে স্বাধীনতা এনে দিয়েছে। জাতীর জনকের স্মরণে আমরা দলমত নির্বিশেষে সবাই জাতীয় শোক দিবস পালন করা অত্যাবশ্যক।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা,স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রুপকার। তিনি শুধু বাঙ্গালীর নয়,ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।
উপস্থিত ছিলেন ৭নং চর’রমিজ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ নেছার উদ্দীন, ৭নং চর রমিজ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলমগীর, ৭নং চর রমিজ ইউনিয়ন আওমীলীগএর সাধারণ সম্পাদক গেয়াস উদ্দিন, ৭নং চর রমিজ ইউনিয়ন যুগ্ন সাধারাণ সম্পাদক সানাউল্লাহ্ সানু, ইউনিয়ন আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ ।


























