রামগতির চরআলগী’র আব্দুস সামাদ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

- আপডেটের সময় : ০২:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ৭৪৮
এইচ.এম.আল-আমিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৬নং চরআলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুস সামাদ সড়ক আশির দশকে নির্মিত এ কাঁচা সড়কটি পাকা হয়নি চল্লিশ বছরেও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে পুরো দু কিলোমিটার (মোহাম্মদ আলী মেম্বার এর দোকান থেকে আলাউদ্দীন এর দোকান পর্যন্ত) সড়কের পুরোটাই কর্দমাক্ত। খানা-খন্দে ভরা। আর এ চলাচল অনুপযোগী সড়ক দিয়েই নিত্য যাতায়াত করছেন গ্রামের হাজার দুয়েক মানুষ। এ সড়কটি দিয়েই চরসেকান্দর সফিক একাডেমি এবং কারামতিয়া মাদ্রাসায় যাতায়াত করে শতশত শিক্ষার্থী। যানবাহন দূরে থাকুক মানুষ চলাচলই এখন দায় হয়ে পড়েছে।
স্থানীয় ভাবে জনপ্রতিনিধিদের কাছে একাধিক বার এলাকাবাসী ধরনা দিলেও চলাচল উপযোগী করা হয়নি সড়কটি। হয়নি পাকাও। দীর্ঘদিনেও সড়কটি সংষ্কার বা পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দা মো: রুবেল জানিয়েছেন, সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন এবং চলাচলের প্রধান সড়ক। শুকনো মৌসুমে থাকে খানা-খন্দ। আর বর্ষাকালে তো কাদায় চলাচল করা অসম্ভব হয়ে ওঠে। দ্রুত সড়কটি পাকা করা প্রয়োজন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: হেলাল উদ্দিন জানান, রাস্তাটি প্রকল্পের মাধ্যমে পাকা করার জন্য চেয়ারম্যানসহ তালিকা দেয়া হয়েছে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে কাজটি হয়ে যাবে।
এ ব্যাপারে কথা হলে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী ধ্রুববাণীকে বলেন, সড়কটির জন্য আমরা চেষ্টা করতেছি আশাবাদী সড়কটি হয়ে যাবে, ইনশাআল্লাহ্।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন মাসুম বলেন, প্রস্তাবনা আমরা হাতে পেয়ে সড়কটি পাকা করার জন্য সুপারিশ করেছি।