কলাপাড়ায় মতুয়া সম্মেলন ও মতুয়া মন্দির উদ্বোধন

- আপডেটের সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬২৮
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশনের উদ্যোগে মতুয়া মন্দীর উদ্বোধন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) ২০২৩ খ্রিষ্টাব্দ ও ২ রা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের নাচনাপাড়া হরিদাস সরকারের বাড়িতে এই মন্দীর উদ্বোধন ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর সভাপতি, শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি,শ্রীধাম ওড়াকান্দি
ও মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর, নির্বাহী সভাপতি, শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি শ্রী শ্রী হরি গুরু চাঁদ কল্যানট্রাষ্ট, শ্রীধাম ওড়াকান্দি।
বুধবার সকালে মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা ও নিশান উত্তোলন,ফলক উম্মোচন,শান্তি হরি গুরু চাঁদ ঠাকুরের পুজা,আসন গ্রহন,মাল্যদান,গুরুপুজা,হরিলীলামৃত পাঠ, ও মধ্যাহ্ন সময়ের প্রসাধ বিতরন করাহয়। তারপর বিকালে আলোচনা সভা, ঠাকুরেরদল আগমন, ও রাতে হরিনামজ্ঞানুষ্ঠান এবং রাত ব্যাপি প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা সহ পার্শবর্তী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মতুয়াভক্ত,সনাতন ধর্মের অনুসারী ও অন্যান্য ধর্মের আনুমানিক ১০ সহস্রাধিক ভক্তরা উপস্থিত ছিলেন।
বুধবার রাত ব্যাপী হরিনামযজ্ঞ শেষে বৃহস্পতিরাব বিকেলে মহা প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করাহয়।