৩রা ফেব্রুয়ারী খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ নিউমার্কেট বায়তুন নূর চত্বরে

- আপডেটের সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ৭৭৮
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: নতুন শিক্ষা সিলেবাসে ভুলেভরা পাঠ্যবই বাজেয়াপ্ত করা এবং এর সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা ও সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে খুলনা নগরীর বায়তুর নুর চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটি।
আজ সোমবার (৩০ জানুয়ারী) বিকাল ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্হ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার এক জরুরী যৌথ সভা হতে বিক্ষোভ মিছিলের সিন্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়। ইতিমধ্যে বিক্ষোভ সফলের লক্ষ্যে সংগঠনের সকল থানা ও সহযোগী অঙ্গসংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মোল্লা রবিউল ইসলাম, এইচ এম আরিফুল ইসলাম, যুবনেতা মুফতী আবদুর রহমান মিয়াজী, মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, ছাত্রনেতা মোঃ মইন উদ্দিন, মাহাদী হাসান মুন্না প্রমুখ।