দুই হাজার তাল গাছের চারা রোপণ করেছে ‘কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি’

- আপডেটের সময় : ০২:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ৬৯৮
এইচ এম মাইনুল ইসলাম, কুয়াকাটাঃ বজ্রপাত ঠেকাতে ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রায় দুই হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে ‘কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ মঙ্গলবার (১০ আগষ্ট ) সকাল ৮ ঘটিকায় কুয়াকাটা পৌর এলাকার ৪নং ওয়ার্ড পশ্চিম কুয়াকাটায় সামাজিক উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি’ এর আয়োজনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়াকাটা বন্ধুমহল সোসাইটির উপদেষ্টা হাজী মুহাম্মাদ হাসনুল ইকবাল।
এরপর কুয়াকাটা মুক্তিযোদ্ধা মুহাম্মাউল্লাহ সড়ক থেকে শুরু করে শরীফপুর পর্যন্ত সড়কের দুই পাশে দুই হাজার তাল গাছের চারা রোপণের করেন সংগঠনের সদস্যরা।
বন্ধুমহল সোসাইটির উপদেষ্টা হাজী মুহাম্মাদ হাসনুল ইকবাল ধ্রুববাণীকে বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাঘাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি ক্লাবের উপদেষ্টা মোঃ হাবিব গাজী, কুয়াকাটা কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি ক্লাবের উপদেষ্টা মাওলানা হারিছুর রহমান, কুয়াকাটা বন্ধুমহল সোসাইটি ক্লাবের সভাপতি মোঃ আল- আমিন খান ও সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জবিউল্লাহ ও সংগঠনটির উপ অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম রাসেল প্রমুখ।