কলাপাড়ায় যুবলীগ নেতার বই বিতরণে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ

- আপডেটের সময় : ০১:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৬৮৩
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালীঃ শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই স্লোগান বাস্তবায়নের লক্ষে শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দিয়েছেন কলাপাড়ার বালিয়াতলীর সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আল সাইফুল (সোহাগ)।
রবিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ১২১ নং বড় বালিতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ওই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেন। নতুন দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল (সোহাগ), বিশেষ অতিথি ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ ফিরোজ তালুকদার, সদস্য মোঃ আবুল কাশেম মিয়া, শাখাওয়াত হোসেন হিমু, রিমা বেগম, অভিভাবক সংগঠনের সভাপতি রাসেল হাওলাদার সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এসময় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, কিছু বছর আগেও এই বইগুলো বইয়ের দোকান থেকে কিনে পড়তে হত। যা সকল বাবা-মার পক্ষে সম্ভব ছিলোনা। তাই প্রধানমন্ত্রী শত ভাগ সুশিক্ষায় শিক্ষিত ও নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই বই গুলো বিনামূল্যে বছরের প্রথম দিন বইগুলো বিতরণ করছেন। যাতে বছরের শুরু থেকে ভালভাবে পরাশুনা করে সু শিক্ষায় শিক্ষিত হতে পারে।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ছেলে মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে বই সহ শিক্ষাখাতে অন্যান্য অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। যা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার দেয়নি।
তিনি উল্লেখ করে বলেন, এনসিটিবি সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে সাড়ে ৩৪ কোটির বেশি কপি পাঠ্যবই ছাপিয়েছেন। যা আজ শিক্ষার্থীর হাতে বিনামুল্যে বিতরণ করা হচ্ছে।
সর্বশেষ এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।