কলাপাড়ায় সিকদার পরিবারের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা

- আপডেটের সময় : ০৭:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ৬৭৫
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সিকদার পরিবারের উদ্যোগে চালু করা হয়েছে ‘বিনামূল্যে অক্সিজেন সেবা’। কলাপাড়ার মধ্যে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হলে কলাপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বড় সিকদার বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত রয়েছে। সাধারণ মানুষজন সেবা পেতে ০১৭১৯৬৪৬৯৭১, ০১৭৪৭৬৯৫৪৯০, ০১৭৪৪৮৩৭৭১৩ ও ০১৮৩৫৩৬২২৮৩ এই মোবাইল নম্বরে ফোন করলে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন।
জানা গেছে, করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত সমস্যার রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবার লক্ষ্যে সম্প্রতি পারিবারিক উদ্যোগে চালু হয় ‘বিনামূল্যে অক্সিজেন সেবা’। এর জন্য বিশেষ একটি টিম কাজ করছে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে যথাস্থানে দ্রুত সম্ভব অক্সিজেন পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে কলাপাড়া সিকদার পরিবারের পক্ষে আলহাজ্ব আতিকুল্লাহ সিকদার ধ্রুববাণীকে বলেন, ‘যদি কেউ শ্বাসকষ্টজনিত কারণে আমাদের সিকদার পরিবারকে ফোন করে, তাহলে দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। সাধারণ মানুষের উপকারের স্বার্থে ‘বিনামূল্যে অক্সিজেন সেবা’ চালু করা হয়েছে।’