বিজয় মেলা সাফল্যের লক্ষ্যে ফিউচার বিজনেস এসোসিয়েশন-এর মতবিনিময় সভা

- আপডেটের সময় : ০৯:২২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ৬৯৩
নিজস্ব প্রতিবেদকঃ ফিউচার বিজনেস এসোসিয়েশন-এর উদ্যোগে বিজয়ের মাস ডিসেম্বরে বিজয় মেলা সাফল্যের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ফিউচার বিজনেস এসোসিয়েশন-এর নারী উদ্যোক্তা হালিমা খাতুনের সভাপতিত্বে ও শিমুর ব্যবস্থাপনায় রাজধানীর মিরপুরে ক্লাব-১৩ চাইনিজ রেস্টুরেন্ট এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সুচিন্তিত মতামত ও পরিকল্পনা বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা কবি মোহাম্মদ আলমগীর (জুয়েল)।
সভায় আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রুপনগর কমিউনিটি সেন্টারে ‘বিজয় মেলা’ অনুষ্ঠানের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে বিজয় মেলা সাফল্যের ও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কবি মোহাম্মদ আলমগীর (জুয়েল) তাঁর লেখা একক ও যৌথ কাব্যগ্রন্থ নারী উদ্যোক্তা নেতৃবৃন্দের হাতে তুলে দেন।