শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেটের সময় : ১১:৪২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ৭৬৯
রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিক : শিক্ষা ব্যবস্থার চলমান অচলাবস্থা নিরসন ও সুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ইশা ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৪.০০ টার দিকে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে উপজেলা ইশা ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিরুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র সহ-সভাপতি মাওঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা মশিউর রহমান তারিক, উপজেলা ইশা ছাত্র আন্দোলন সহ-সভাপতি মোঃ সোহাগ সহ আরও অনেকে।
মানববন্ধনে রক্তারা বলেন, ‘মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই কালবিলম্ব না করে দ্রুততম সময়ে সরকারকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’
এদিকে একই দাবিতে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ইশা ছাত্র আন্দোলন, মহিপুর থানা শাখাও মানববন্ধন করেছে।