না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জালাল তালুকদার
- আপডেটের সময় : ০৬:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৬২৮
কলাপাড়া প্রতিনিধিঃ না ফেরার দেশে চলে গেলেন পটুয়াখালীর কলাপাড়ার প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন তালুকদার।
আজ মঙ্গলবার বিকাল চারটায় বার্ধক্য জনিত কারণে পৌর শহরের রহমতপুর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর। তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল ১১ টায় শহরের এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় এতিমখানা কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান (অবঃ) কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আয়কর আইনজীবী আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট মোঃ গোফরান বিশ্বাস পলাশ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি হারুন অর রশিদ মুক্তা, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।























