কবিতা- বঙ্গবন্ধু : বিশ্বজিৎ কুমার ধর

নিউজ রুম
- আপডেটের সময় : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ৭৩৫
বঙ্গবন্ধু
বিশ্বজিৎ কুমার ধর
মহৎ মানব বঙ্গবন্ধু
এই দেশে যার জন্ম,
যিনি দিয়েছেন স্বাধীনতা সুখ
তাঁকে ভুলবে না প্রজন্ম।
যার নেতৃত্বে সোনার বাংলা
পেলো স্বাধীন পতাকা,
রক্তলাল আর সবুজে-শ্যামলে
তাঁর ছবিটি আঁকা।
এত সুখ আর এত সমৃদ্ধি
তার নেপথ্যে যিনি,
নিঃসন্দেহে সেই নেতার কাছে
আমরা সবাই ঋণী।
আত্মত্যাগে সাহসী মুজিব
রইলে অমর হয়ে,
তোমার প্রেরণায় বীর বাঙালী
ডরে না শত্রু ভয়ে।
অশ্রু ঢেলে নিত্য দিনে
করছি তোমায় স্মরণ,
বৃথা যাবে না বঙ্গবন্ধু
তোমার রক্তক্ষরণ।