ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ৭ কিলোমিটার সড়কের বেহাল দশা, জনভোগান্তি

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ৬৬০

খানাখন্দের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে কুয়াকাটার প্রবেশ সড়কে। সড়কপথে বরিশাল থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটার দূরত্ব ১১৯ কিলোমিটার। এর মধ্যে কলাপাড়ার পাখিমারা বাজার থেকে কুয়াকাটা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তার বেহাল দশা। যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকরা।

এদিকে রাস্তার বেহাল দশায় বিপাকে স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা। দ্রুত সংস্কারের দাবি তাদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ২০০৮-০৯ অর্থবছরে একটি প্রকল্পের মাধ্যমে পটুয়াখালী থেকে কুয়াকাটা মহাসড়কের সংস্কারের কাজ শুরু হয়। ২০১২ সালে সড়কের অধিকাংশ কাজ সম্পন্ন হলেও সাত কিলোমিটার রাস্তায় কাজের মান সঠিক না হওয়ায় পাওনা টাকা আটকে দেয় সড়ক ও জনপথ অধিদফতর। এরপর কাজ না করে উল্টো টাকার দাবি করে আদালতে মামলা ঠুকে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য রূপসা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে, এ বছরই মামলা নিষ্পত্তি করে দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস সংশ্লিষ্টদের।

পটুয়াখালী সড়ক ও জনপথ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, হাইকোর্টে বর্তমানে মামলাটি চলমান। আশা করছি মামলা নিষ্পত্তি করে দ্রুত রাস্তা সংস্কার করা হবে।

২০১৪ সালে ঠিকাদারি প্রতিষ্ঠানের করা মামলাটি উচ্চ আদালতে এখন চলমান। ১৫ কোটি টাকা বিল প্রদান করা হলেও এখনও ৫ কোটি টাকা দাবি প্রতিষ্ঠানটির।



নিউজটি শেয়ার করুন








কুয়াকাটায় ৭ কিলোমিটার সড়কের বেহাল দশা, জনভোগান্তি

আপডেটের সময় : ১২:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

খানাখন্দের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে কুয়াকাটার প্রবেশ সড়কে। সড়কপথে বরিশাল থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটার দূরত্ব ১১৯ কিলোমিটার। এর মধ্যে কলাপাড়ার পাখিমারা বাজার থেকে কুয়াকাটা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তার বেহাল দশা। যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকরা।

এদিকে রাস্তার বেহাল দশায় বিপাকে স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা। দ্রুত সংস্কারের দাবি তাদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ২০০৮-০৯ অর্থবছরে একটি প্রকল্পের মাধ্যমে পটুয়াখালী থেকে কুয়াকাটা মহাসড়কের সংস্কারের কাজ শুরু হয়। ২০১২ সালে সড়কের অধিকাংশ কাজ সম্পন্ন হলেও সাত কিলোমিটার রাস্তায় কাজের মান সঠিক না হওয়ায় পাওনা টাকা আটকে দেয় সড়ক ও জনপথ অধিদফতর। এরপর কাজ না করে উল্টো টাকার দাবি করে আদালতে মামলা ঠুকে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য রূপসা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে, এ বছরই মামলা নিষ্পত্তি করে দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস সংশ্লিষ্টদের।

পটুয়াখালী সড়ক ও জনপথ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, হাইকোর্টে বর্তমানে মামলাটি চলমান। আশা করছি মামলা নিষ্পত্তি করে দ্রুত রাস্তা সংস্কার করা হবে।

২০১৪ সালে ঠিকাদারি প্রতিষ্ঠানের করা মামলাটি উচ্চ আদালতে এখন চলমান। ১৫ কোটি টাকা বিল প্রদান করা হলেও এখনও ৫ কোটি টাকা দাবি প্রতিষ্ঠানটির।