বৃষ্টির পানিতে পাথরঘাটার মানুষ পানিবন্দি

- আপডেটের সময় : ০৯:৫৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ৭২৬
মোঃ আল-আমিন, পাথরঘাটা প্রতিনিধি: টানা ৬ দিন ধরে বরগুনার পাথরঘাটা সহ দক্ষিণের বিভিন্ন জেলা, উপজেলা গুলোতে ভারি বৃষ্টি বর্ষণের ফলে থেমে গেছে জন-জীবন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় পাথরঘাটায় টানা বর্ষণে জলাবদ্ধতায় উপজেলার লাখো মানুষ। অতিরিক্ত বর্ষনের প্রভাবে তলিয়ে গেছে কয়েক শত গ্রাম তার ভেতরে পাথরঘাটার কালীবাড়ি গ্রাম একটি, ফসলি জমি, মাছের ঘের, বাড়ির আঙ্গিনা তলিয়ে, জেন এক সাগরে পরিনত হয়ে গেছ, লাখ মানুষ পানি বন্দি, কয়েক হাজার হেক্টর পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে বৃষ্টির পানিতে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পাথরঘাটা মৎস্য বিভাগ।
গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে তা শেষ হয় আজ এতে ৭০ শতাংশ বসত বাড়ি তলিয়ে গেছে। এতে কয়েক লাখ মানুষ জলাবদ্ধ হয়ে আছে। তিন থেকে চারদিন রান্না বান্না করতে পারে নাই অনেকেই, জানা গেছে খুবই কষ্টে তারা এই কয় দিন কাটিয়েছে সারারাত নির্ঘুম কাটিয়েছে তারা।
পাথরঘাটার সদর ইউনিয়নের মামুন মিয়া বলেন, আমার প্রায় দেড় লাখ টাকার মাছ ও, ২০ হাজার টাকার, কৃষি ফসল, লাউ, বেগুন, মালসা, ঝিঙ্গা, বরবটি সহ, আর অনেক কিছু, সব মিয়লে প্রায়, ২ লাখ টাকার ক্ষতি হয়ছে,
স্থানীয়রা বলেন, আমাদের ঘরে রান্না হয়নি, শুকনো খাবার খেয়ে থাকি। আব্দুল মান্নান কাজী, জানান, তার, ঘের বৃষ্টির পানিতে তলিয়ে লাখ টাকার মাছ চলে গেছে। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসমা বেগম জানান বৃষ্টির পানিতে তাদের ঘর তলিয়ে যাওয়ায় দুদিন ধরে রান্না হচ্ছে না তার ঘরে। বাজার থেকে কিনে কোনো রকম খেয়ে বেঁচে আছি বলে জানান তিনি।
এদিকে টানা বর্ষণে উপজেলার ১০৮৬ টি পুকুর ও ছোট বড় মিলেয় ৩৮ মাছের ঘের তলিয়ে গেছে। এতে ৯৮.৩৬ মেট্রিকটন রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ ভেসে গেছে। এবং ৪০ লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ভেসে গেছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।