মহিপুরে বাবার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা!

নিউজ রুম
- আপডেটের সময় : ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ৬৯৬
মোঃ নূরুল আমিন, বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলিপুরে বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ২৫ জুলাই-২১ রাত আনুমানিক ১১টার সময় নিজ বাসার ভাড়া দেয়া রুমের ভিতরে এ অপমৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের বাবা আনোয়ার বেপারী (মাঝি) জানান, তার ছোট ছেলে সোহাগ বেপারী (২২) তার কাছে পকেট খরচের টাকা চাইলে সে না দিতে পারায় রাগ করে তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা যায়।
সোহাগের অপমৃত্যুর খবর শুনে মহিপুর থানার
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।