কুয়াকাটায় গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

- আপডেটের সময় : ১০:৩২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ৬৪৪
কুয়াকাটা সংবাদদাতাঃ পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাহাবুবুর রহমান পারভেজ নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ আগস্ট) দুপুরে কুয়াকাটার জিরো পয়েন্ট সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর ৩ ঘন্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে প্রশাসন। জানা যায়, নিহত পর্যটক পারভেজের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানায়, চার বন্ধু ঘুরতে আসে কুয়াকাটা পর্যটন নগরীতে। সকালে এসেই হোটেল সানফ্লাওয়ারে রুম ভাড়া নেন। দুপুর ১ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তান্ডবে সাগরের মধ্যে চলে যায় পারভেজ ও আমির। পরে তাদের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে এসে আমিরকে উদ্ধার করতে পারলেও পারভেজকে উদ্ধার করতে সক্ষম হয়নি তারা।
পরে ট্যুরিস্ট পুলিশকে জানালে তারা উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। পরবর্তীতে যৌথ অভিযান পরিচালনা করে ৩ ঘন্টা পরে ঐ পর্যটকের লাশ উদ্ধার করা হয় সমুদ্র থেকে।