নড়াইলের লোহাগড়ায় পদ্মা সেতু রেল সংযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান

- আপডেটের সময় : ০৩:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ৬২৪
নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের লোহাগড়ায় পদ্মা সতেু রেল সংযোগে ক্ষতগ্রিস্থ ৫০ জনকে ৮ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৯২ টাকার চকে প্রদান করা হয়ছে। আজ রোববার র্ডপ পিবিআরএলপি-২, নড়াইল এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোঃ মাহমুদুর রহমান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়নাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ফেইজ-২(ভাঙ্গা- যশোর) ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে পরার্মশক প্রতিষ্ঠান সি এস সি বাংলাদেশ সেনাবাহিনী ও বাস্তবায়নকারী সংস্থা আইএনজিও র্ডপ এর ব্যবস্থাপনায় অদ্য ১৪ আগস্ট লোহাগড়া উপজেলা পরিষদের হল রুমে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চর বকজুড়ি মৌজার নন-টাইটলেড ইপিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতত্বি করেন, র্ডপ এর চেয়ারম্যান আজাহার আলী তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরের প্রকল্প পরিচালক আফজাল হোসেন, বিশেষ অতিথী মোহাম্মদ হাববিুর রহমান, জেলা প্রশাসক নড়াইল, বিশেষ অতিথি বিগ্রেডিয়ার জেনারেল শামসুল আলম পিএসসি এবং ক্ষতগ্রিস্থ ব্যক্তিদের পক্ষে নজরুল শিকদার বক্তব্য রাখনে। উক্ত অনুষ্ঠানে ৫০ জন ক্ষতগ্রিস্থ ব্যক্তিদের মাঝে ৮,৪২,১৭,০৯২.৩৪/= টাকার চেক বিতরণ করা হয়।