পটুয়াখালীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায়দের মাঝে গরুর মাংস বিতরণ

- আপডেটের সময় : ০৭:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ৬৫৯
রুবাইয়াত হক, পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তার্কিস রেড ক্রস এর অর্থায়নে এবং পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলার এতিমখানা, লিল্লাহ বোর্ডি সহ অসহায় ৪’শ পরিবারের মাঝে ৮’শ কেজি গরুর মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের চতুর্থ দিন পটুয়াখালী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মোহন, রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির, রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ মিজানুর রহমান মনির, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ, পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ ফারুক হোসেন, যুব প্রধান আরিফ আলামিন, উপ-যুব প্রধান তানজিলা জাহান মৌ সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।