ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎখাতে দুর্নীতি বিরোধী বীর শহিদ আব্দুর রহিমের দাফন সম্পন্ন

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • / ৬৪৪
ডেস্ক রিপোর্টঃ জুলাই ৩১, ২০২২, সকালে, ভোলায়, বিএনপি ভোলা আয়োজিত বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে শাহাদাৎবরণ করা ভোলা সদর উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুর রহিমের নামাজে জানাজার পর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার, আগস্ট ১, ২০২২, দুপুর ২টায়, ভোলা শহরের গোরস্থান মাদ্রাসার মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজে শেষে তাঁকে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তার ভাই আব্দুর রাজ্জাকসহ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর গোসল সম্পন্ন করা হয়। তাঁর মরদেহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকা দিয়ে মুড়িয়ে দেয়া হয়।
এ সময় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সদর হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনদের সমবেদনা জানিয়ে এ হত্যার বিচার দাবি করেন। একইসঙ্গে নিহত আব্দুর রহিমের স্বজনরাও হত্যার বিচার দাবি করেন।
নিহত আব্দুর রহিমের জানাজা শেষে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দাবি করেন, পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে সদর থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনকে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, পুলিশ নির্বিচারে তাদের নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। এতে তাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। কালকের ঘটনার পর থেকে পুলিশ পুরো জেলায় নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। এতে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না।
জানাজায় জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার আল আমিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি শেয়ার করুন








বিদ্যুৎখাতে দুর্নীতি বিরোধী বীর শহিদ আব্দুর রহিমের দাফন সম্পন্ন

আপডেটের সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
ডেস্ক রিপোর্টঃ জুলাই ৩১, ২০২২, সকালে, ভোলায়, বিএনপি ভোলা আয়োজিত বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে শাহাদাৎবরণ করা ভোলা সদর উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুর রহিমের নামাজে জানাজার পর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার, আগস্ট ১, ২০২২, দুপুর ২টায়, ভোলা শহরের গোরস্থান মাদ্রাসার মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজে শেষে তাঁকে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তার ভাই আব্দুর রাজ্জাকসহ পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর গোসল সম্পন্ন করা হয়। তাঁর মরদেহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকা দিয়ে মুড়িয়ে দেয়া হয়।
এ সময় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সদর হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনদের সমবেদনা জানিয়ে এ হত্যার বিচার দাবি করেন। একইসঙ্গে নিহত আব্দুর রহিমের স্বজনরাও হত্যার বিচার দাবি করেন।
নিহত আব্দুর রহিমের জানাজা শেষে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দাবি করেন, পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে সদর থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনকে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, পুলিশ নির্বিচারে তাদের নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। এতে তাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। কালকের ঘটনার পর থেকে পুলিশ পুরো জেলায় নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। এতে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না।
জানাজায় জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার আল আমিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।